সেলিব্রিটি বার্তা

“আড্ডা উইথ সোহানা সাবা’ তেই বেশি মনযোগী

শুধুমাত্র গ্রামীণফোন ও রবির সাবস্ক্রাইবদের জন্য ‘তারকালয়’ নিয়ে এসেছে অনুষ্ঠান “আড্ডা উইথ সোহানা সাবা’।এরই মধ্যে অনুষ্ঠানটির কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে।দর্শকপ্রিয় সোহানা সাবা এই সময়ে টিভিনাটকে খুব বেশি অভিনয় করছেন না।কখনো কখনো শুধুমাত্র অনুরোধ রক্ষার্থে দু একটি নাটকে কাজ করা হয় তার।সম্প্রতি মাঈনুল হাসান হীরা নির্মিত ‘রঙ্গিন কাঁচের জানালা’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন সাবা।

এদিকে সাবার হাতে এখন দু’টি চলচ্চিত্র রয়েছে। চলচ্চিত্র দু’টি হলো সাইফ চন্দনের ‘আব্বাস ওটু’ এবং অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’।এর মধ্যে ‘আব্বাস ওটু’ ছবির শুটিং শেষের দিকে। তবে সাবা বলেন, অভিনয়ের চেয়ে আমি এখন বেশি মনোযোগী ‘আড্ডা উইথ সোহানা সাবা’ অনুষ্ঠানটি নিয়ে। এটি কে তিনি একটি ভিন্নধর্মী অনুষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে বলেন,এটি সম্পূর্ণ আমার পরিকল্পনার একটি অনুষ্ঠান।এখানে আমার খুব কাছের মানুষদের অতিথি করছি। যাদের সঙ্গে আমি সব বিষয়ে কথা বলতে পারি, তাছাড়া শোবিজের বাইরের বিভিন্ন তারকার উপস্থিতিও থাকছে।

 

Tarokaloy/24 September 2018/Shaila

Previous ArticleNext Article