সাজগোজ

সৌন্দর্য চর্চায় নারিকেল তেল!

আমরা সবাই জানি নারিকেল তেল ত্বক ও চুলের যত্নে অন্যতম উপাদান যা ছাড়া কোনো কিছু ভাবা যায় না। আসলে নারিকেল তেলের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে ব্যবহার আসছে। যা ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের সমস্যা রোধে কাজ করে থাকে। শীত প্রায় চলেই এসেছে। এখনই বাতাসের আর্দ্রতা কমে যাওয়া শুরু করেছে। সেই সাথে ত্বকেও শুষ্কতা দেখা দিয়েছে। এই আবহাওয়াতে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নারকেল তেল। কেবল চুল নয়, ত্বকের যত্নেও নারকেল তেল দারুণ কার্যকরী। জেনে নিন নারিকেল তেলের নানান ব্যবহার। 
 
 

 

 

ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার হিসেবে : 
 
ওয়াটারপ্রুফ মাশকারা ও আইলাইনার দূর করা সবচেয়ে যন্ত্রণাদায়ক ও কঠিন একটা কাজ। ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার খুব দামী হয় এবং দামের তুলনায় ঠিকমত কাজ ও করেনা। কিন্তু নারিকেল তেল খুব সহজে আঠালো ও রাফ মেকআপকে দূর করতে সাহায্য করে। সেইসাথে ত্বক ও চোখের পাপড়িকে ময়শ্চারাইজ থাকতে সাহায্য করে। চোখের পাপড়িতে নারিকেল তেল লাগিয়ে মৃদুভাবে কয়েক সেকেন্ড ম্যাসাজ করুন। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের জন্য একইভাবে নারিকেল তেল এপ্লাই করে মেকআপ তুলে নিন। 
 

 


 
ময়েশ্চারাইজার হিসেবে :  
 
নারিকেল তেলকে ময়শ্চারাইজার বললে ভুল হবে না। এটি যেকোন প্রকারের ত্বককেই ময়েশ্চারাইজ হতে সাহায্য করে। এছাড়াও অন্য তেল, লোশনক্রিম বা এসেনশিয়াল ওয়েলের সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। তবে আপনার ত্বকের জন্য কি পরিমাণে প্রয়োজন তা আপনাকে বুঝতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য আরগন বা অলিভ ওয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে শুধু নারিকেল তেল ব্যবহার করাই যথেষ্ট। 
 
 

 

লিপ বাম : 
 
বাতাসের আর্দ্রতা কম থাকলে কিংবা শীতের শুরুতে অনেকেরই ঠোঁট ফাটে। ঠোঁটের পরিচর্যায়ও নারকেল তেলের ব্যবহারের জুড়ি নেই। অল্প পরিমাণ নারিকেল তেল একটি ছোট কৌটায় করে ফ্রিজে রেখে দিন। ঠান্ডায় নারিকেল তেল জমে গেলে, ঠোঁটের শুষ্কতা অনুভূত হলেই নারিকেল তেল লাগিয়ে নিন। এতে ঠোঁট থাকবে সুন্দর ও মোলায়েম। এছাড়াও রাতে ঘুমানোর আগেও ঠোটে নারকেল তেল লাগান। নিয়মিত ব্যবহার ঠোঁট কোমল থাকবে।  
 
 

 

বডি স্ক্রাব :  
 
নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ রাখে। ত্বকের শুষ্কতা দূর করার জন্য নারকেল তেল বেশ উপকারী। কয়েক ফোঁটা তেল হাতের তালুতে নিয়ে তা পুরো শরীরে মাখালে ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখাবে এবং নিয়মিত ব্যবহারে 
ত্বকের শুষ্কতা দূর হবে। ময়লা দূর করতে স্ক্রাব হিসেবে এ তেল বেশ উপকারী। তাই মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেল বিশেষ কার্যকর ভূমিকা রাখে। 
 
 
তারকালয়/২০/১০/১৮/রুপা 

Previous ArticleNext Article